সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে হত্যার বিরুদ্ধে বাংলার বিকল্প সংবাদমাধ্যম ও পত্রপত্রিকার যৌথ প্রতিবাদ

একটি বিশেষ বিজ্ঞপ্তি

 

আমরা, বাংলার বিকল্প সংবাদমাধ্যম ও পত্রপত্রিকারা, স্পষ্ট এবং সুদৃঢ় ভাষায় স্বাধীন সাংবাদিক এবং বস্তার জংশন-এর প্রতিষ্ঠাতা মুকেশ চন্দ্রকরের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের ওপর একটি প্রত্যক্ষ আঘাত।

ছত্তিশগড়ের আদিবাসী এবং প্রান্তিক সম্প্রদায়গুলিকে নিয়ে করা তাঁর নির্ভীক সাংবাদিকতার জন্য মুকেশ চন্দ্রকর সুপরিচিত ছিলেন। তাঁর এই কাজ তাঁকে স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় সাহসের প্রতিমূর্তি করে তুলেছিল। বস্তার জংশন-এর মাধ্যমে তিনি উপেক্ষিত স্বরগুলিকে সোচ্চার করে তুলেছিলেন, এবং যেসব গুরুতর বিষয়গুলির প্রতি মূলধারার সংবাদমাধ্যম ফিরেও তাকায় না সেই বিষয়গুলিকে সামনে তুলে আনতেন।

যে-পরিস্থিতির মধ্যে তাঁর এই মৃত্যু ঘটল, এবং তাঁকে ক্রমাগত যে হুমকি এবং আতঙ্কের পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছিল— সেই সমস্তটারই একটি আশু এবং বিশদ তদন্ত হওয়া প্রয়োজন। চন্দ্রকরকে যে সুরক্ষা দেওয়া গেল না সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সাংবাদিকদের— বিশেষ করে যাঁরা সংঘাতদীর্ণ এলাকাগুলিতে সংবেদনশীল বিষয়গুলি নিয়ে কাজ করেন— তাঁদের ঝুঁকি কীভাবে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এই ঘটনা সমগ্র সংবাদমাধ্যমের প্রতি একটি স্পষ্ট শীতল বার্তা, এবং যারা নির্ভীক সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায় তাদের জন্য উৎসাহব্যঞ্জক।

 

ভারতে স্বাধীন সংবাদমাধ্যমের প্রতি অসহিষ্ণুতা কীভাবে বেড়ে চলেছে এই মর্মান্তিক ঘটনা তা-ও দেখিয়ে দেয়। সাংবাদিকদের ওপর আক্রমণ বেড়েই চলেছে, পদদলিত হচ্ছে গণতান্ত্রিক রীতিনীতি। আমরা এই প্রেক্ষিতে ছত্তিশগড় সরকার এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি—

  1. একটি দ্রুত এবং স্বচ্ছ তদন্ত করা হোক এবং দোষীদের গ্রেফতার করা হোক।
  2. বিশেষ করে সংঘাতদীর্ণ অঞ্চলগুলিতে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।
  3. সংবিধানের নির্দেশ শিরোধার্য করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত করা হোক।

মুকেশ চন্দ্রকরের হত্যার ন্যায়বিচারের দাবি তোলার এবং সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করার জন্য আমরা সংবাদমাধ্যমের সমস্ত প্রতিনিধিদের কাছে এবং নাগরিক সমাজের কাছে আহ্বান জানাচ্ছি। সত্যের প্রতি মুকেশের দায়বদ্ধতা সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার কাজে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

  • আসানসোল শিল্পাঞ্চলের উদ্যোগ পত্রিকা
  • ইনস্ক্রিপ্ট
  • ইনিউজরুম
  • ইস্টপোস্ট
  • গ্রাউন্ডজিরো
  • চার নম্বর প্ল্যাটফর্ম
  • নাগরিক ডট নেট
  • পিপলস রিপোর্টার

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4891 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...