গৌতম বসু ‘পদ্মব্যূহে নিম অন্নপূর্ণা’ (২০১৯) সোনালী চক্রবর্তী-র প্রথম কবিতার বই নয়, হলেও বিস্মিত হবার কিছু ছিল না, কারণ পূর্ববর্তী বইটির (‘জামার নীচে অলীক মানুষ’/২০১৭) সঙ্গে এ-বইয়ের প্রায় কোনও সুসম্পর্ক নেই। তাঁর ভাবনাসূত্রগুলি কোনও আভ্যন্তর সংঘর্ষের মুখে পড়ে, ছিঁড়ে গিয়ে, এইরকম কাব্যপঙক্তির জন্ম দিয়েছে; ‘অন্ধকার যেমত সর্বগ্রাসী’। কাব্যগ্রন্থের শিরোনামে,…
নিষিদ্ধ সিরিজ ১. আমার সম্পর্কে অন্যের যা অভিমত রোজ নিয়ম করে তা বলো; তৃষ্ণা বেড়ে যায়, লোভও ভাবি একটা পথ, তুমি হেঁটে আসছ এভাবে কখনই দূরত্ব কমে না শুধু সংবরণ থেকে দূরে সরে যাই জেদ নয়, আমাদের মধ্যে কিছু একটা সর্বনাশ হোক ২. এই দশটা পাঁচটার জীবনে তুমি চাও…