রিকশা, তিরিক্ষি মোড়, এত আলো সমস্ত বিকেল– পরস্পর না তাকিয়ে পার হওয়া যথাবিধি ভূত ভবিষ্যৎ, মেঘে মেঘে চমকাচ্ছে আজ অবধি শেষ হয়নি যা যা কিছু বাদ বিসম্বাদ… এসব ভণিতা তাও, বিকেলের আলোটি তো রণছোড়, না তাকানো শেষ ছত্রে দুজনের মুখোমুখি অতুলপ্রসাদ!
#’জ্বালিব ঢালিব প্রাণের আরতি’
অসাক্ষাৎ, সমস্ত ভেঙে পড়া অসাক্ষাৎ, বেশি রাতে না গোছানো পড়ার টেবিল অসাক্ষাৎ, মেঝে জুড়ে ‘মানব না’ আঙুলের দৃঢ় আঁকিবুঁকি… সকালে দেখেছে কেউ! বিকেলে দেখেছে কেউ? দূরে থাকো, দূর ও দেখার ভয়, আজ প্রতিটি অসাক্ষাৎ দিলীপ রায়ের গানে দিলীপ রায়ের দেওয়া সুর।
#’কেমনে জানাব বলো শ্যামরায়’
পাঠকের হাতে দাও বর্ণমালা, পাঠক দেখুক সে কিছু পড়শি যেন, আড়চোখে বুঝে নেবে ঠিক কেমনে লিখিত হব, প্রভাবিত কতটুকু প্রেমে আর সন্দেহেও, কবিসঙ্গে, লেখায় লেখায়– আমার খাতাটি কিছু তোমার সেতার হোক, রজনিকাঙাল! যেমন অখিলবন্ধু, আর নিশা দ্বিপ্রহরে তিলককামোদে তাঁর উথালপাথাল…
সঞ্জয় মুখোপাধ্যায় লেখক চলচ্চিত্র বিশেষজ্ঞ, সাংস্কৃতিক ভাষ্যকার। জাঁ লুক গোদার যেভাবে বলে থাকেন, 'তাঁর বিষয়ে দু'টি বা তিনটি কথা যা আমি জানি', তেমনভাবেই মৃণাল সেন বিষয়ে আমি কয়েকটি মন্তব্য করতে পারি। মন্তব্য অর্থে এটা কোনও পর্যবেক্ষকের মন্তব্য নয়, বরং আমার মনে হয় আমরা যারা মৃণাল…
সোমা চ্যাটার্জি লেখক ফ্রিলান্স সাংবাদিক, চলচ্চিত্র বিশেষজ্ঞ ও গ্রন্থপ্রণেতা। মৃণাল সেনের বন্ধু। মৃণাল সেনের সবথেকে বড় গুণ ছিল— তিনি নিজের সঙ্গে আর পাঁচটা সাধারণ মানুষের, বা ‘মানুষী’-র, কোনও প্রভেদ করতেন না। সাংবাদিক হিসাবে আমি বোধহয় এক ডজনেরও বেশিবার ওঁর সাক্ষাৎকার নিয়েছি। প্রথম সাক্ষাৎকার নিয়েছি ১৯৭১…
চার নম্বর নিউজডেস্ক উৎসব সম্প্রীতির কথা বলে। স্বতন্ত্রভাবে বড় পত্রিকার শিরোনামে থাকার মতো ঘটনা কটা হয়? অধিকাংশই অনালোচিত, অথচ নিজস্ব পরিসরে তা সমাদর ও ভালবাসায় ভরে থাকে। উৎসব এভাবেই জানান না দিলেও বছর বছর ভালবাসার কথা বলে আসে। বাংলা বা বাংলার গণ্ডি পেরিয়ে ত্রিপুরা, ওড়িশা বা অসম, বা খোদ…