নির্বাচিত অংশের প্রতি # এ লেখার প্ররোচনা নেই, ব্যক্তিগত কেউ কেউ বলবেন সম্পদের অর্ধেকের বেশি বাংলা কবিতার... তবু বলি— বিমারি ভুখমারি অওর মওত, হম্রি হাত নহী হ্যায় ম্যানেজারসাব। হুগলি নদীর তীরে পতাকা ছোপানো হয় সারারাত, শিফটের বার্নার জ্বলে... # মূলধন আমার খনি প্রতিষ্ঠার বহু আকরিক। তবু ফলিডল খায়…
সাম্যব্রত জোয়ারদার ১ সারিবদ্ধ লাইনে দাঁড়াও শুরু হবে আমাদের রোলকল খাদ থেকে উঠে আসে মা মরা মেয়ের কাটাদাগ তলপেটে বাজারের ইস্কুল কাঠবাড়ি মালিক প্রধান এসে নমস্কার জানায় জমিজিরেতের তিনিই ভাগীদার, ললিত ললিত নাম ধরে ডাকে কেউ— তার মানে ললিত গিয়েছে পাতা কুড়োনোর কাজে ইস্কুলে আসেনি, সকালের দিকে দেখলাম ফুটবল…
বিষাণ বসু বাজারের বেসিক নিয়ম, ক্রেতার পছন্দের স্বাধীনতা। বেছে নেওয়ার স্বাধীনতা। কিন্তু, দুটিমাত্র দোকান। দুজনেই পচা মাল বেচছে। আপনি কী করবেন? না কিনে বাড়ি ফিরে আসবেন, এই তো? কিন্তু, গণতন্ত্র মাঝেমধ্যে কিছু এমন বেয়াড়া পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, যেখানে এই দুই দোকানদারের মধ্যে একজনকে বেছে নিতে হয়, নিতেই হয়।…