জগন্নাথদেব মণ্ডল লেখক কবি, গদ্যকার শ্রীকৃষ্ণ কলোনি যেখানটায় শেষ হচ্ছে ঠিক সেখান থেকে চষা জমির শুরু। খানিকটা এগোলেই দৃষ্টি হারিয়ে লেপেপুছে যায়। ছোট রোগা নালা বেয়ে তিরতির করে জল ওঠে পাইপ বেয়ে বেয়ে— চারিদিক মা লক্ষ্মীর ধানে ধানে ছেয়ে আছে। নরম ঠান্ডা দুধ। এখন মড়কের হাওয়া…
নদীকে নিয়ে কয়েকটি চরণ কাদামাখা তট জুড়ে পদছাপ, তারও পারে শান্ত ইছামতী। এইখানে থেমে আছে মানুষের সব ইচ্ছা, সব আত্মরতি। সমস্ত প্রগতি ক্রমাগত আমাদের মিথ্যা স্বপ্ন দিয়েছে সাজিয়ে। তাই নিয়ে এত সাধ, এত বলাবলি। যতবার চলি - কাঁকরে, পাথরে, জলে, আকাশে বা পাতালের দিকে, কোথাও প্রদীপ জ্বালা নেই। তুমি…
অনিরুদ্ধ চক্রবর্তী গুটিকয় কমিউনিস্ট ও একটি চা দোকান অনুপমদের পাড়ার মিঠুন সাহা সম্প্রতি একটি বামদলে যোগ দিয়েছে। এই খবরটি অনুপমের জানা ছিল না। সেই বামদল একদিন বিকেলে পাড়ার মধ্যে গোটা কুড়ি মানুষকে নিয়ে একটি ছোট মিছিল বের করেছিল ভিন রাজ্যে লেনিনমূর্তি ভাঙার প্রতিবাদে। আগে এই ধরনের মিছিল বামদল…