অরুণাচল দত্ত চৌধুরী

স্বপ্ন-বারিধারা

 

প্রতিদিনকার বেঁচে থাকা থেকে তুলে রাখি এক মুঠো
ঝিনুক ফাটানো গোলাপী মুক্তো সে ও হতে পারে ঝুটো
এ কথা জানার পর থেকে, শোনো ভয় করে, খুব ভয়।
ছেঁড়া ছেঁড়া প্রেম … টুকরো দুঃখ তবু করি সঞ্চয়

 

নেই খুব বেশি চাওয়ার সাহস, চাই না অবাক হতে।
উত্তরমেঘ উঁকি দিয়ে যেও আমার গবাক্ষতে।
এখানে শুকনো পাথর দেওয়ালে নেই এক ফোঁটা জলও।
স্বপ্নেও তুমি এসো মেঘ। এসে বৃষ্টিগল্প বলো।

 

হোক না স্বপ্ন … সেই বারিধারা সে’ও কি আমার নয়?
তৃষ্ণাকে জয় করতে পারিনি, তা’ পরম বিস্ময় …
স্বপ্ন ভাসানো বৃষ্টিফোঁটারা সময়ের সাথে মিশে
ঝরতে থাকুক ঝুলকালিমাখা ভাঙাচোরা কার্নিশে

 

আর সেই জলে অবিরল ধুয়ে যাক স্মৃতিদের ছাই
প্রতি মুহূর্তে মরে গিয়ে যেন পুনর্জন্ম পাই।

 

About চার নম্বর প্ল্যাটফর্ম 4879 Articles
ইন্টারনেটের নতুন কাগজ

Be the first to comment

আপনার মতামত...