বেবী সাউ লেখক কবি, গদ্যকার, লোক-গবেষক ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কবি অলোকরঞ্জন দাশগুপ্তের আলাপ দূরভাষে। সেখানেই কথাবার্তা। তাঁর স্নেহ আর ভালবাসা অল্প কয়েকদিনের মধ্যেই যা পেয়েছি, তা ভোলার নয়। কিন্তু যখনই তাঁর প্রবন্ধ পড়তে গেছি, কবিতা পড়তে গেছি, ব্যক্তিগতভাবে চেনা যে অলোকরঞ্জনদা, তাঁকে ভুলতে চেষ্টা করতে…
সাতটি কবিতা অন্নঋণ কৃষকের কাছে আমার অন্নঋণ কৃষকেরা পাক ফসলের সোনাদিন। মাঠগুলো উঠে আসছে স্লোগান তুলে ব্যারিকেড দিয়ে রুদ্ধ কোরো না ভুলে। কল্লোল তুলে নদীগুলো রাস্তায় ইনসাফ নিতে ঢেউয়ে ঢেউ গান গায়। যেই হাতে মাটি চাষ হয়ে দেয় ধান তারা পাক পুরো হৃদয়ের সম্মান। কৃষকের কাছে আমার অন্নঋণ কৃষকেরা…
অন্তরা মুখার্জী আমি জানি না ভবিষ্যৎ কী দিন দেখাবে। এখন যখন লিখছি তখন জেনে গেছি শিক্ষক দিবসে দেশের শ্রেষ্ঠ আদালত আমাদের দিকে মুখ তুলে তাকাবেই না। কিন্তু বর্তমানে আমি তোমাদের দিকে তাকিয়ে অপেক্ষা করছি— আরও এক অধ্যায়ের পাঠ গ্রহণ করবার; শান্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে লক্ষ্যে স্থির থাকা তোমাদের…