মুক্তি
মেরুদণ্ডে গোলাপ রেখেছিলাম, ঈর্ষান্বিত যত
ধুরন্ধর নেমে এসে গোলাপ ছিনিয়ে নিয়ে গেল,
কিন্তু কেন কেঁদে উঠি, মেরুদণ্ড স্বয়ং গোলাপ!
এইমাত্র যেই বলি ‘মেরুদণ্ড স্বয়ং গোলাপ’
ওরা এসে তৎক্ষনাৎ প্রাণান্তকর পরিশ্রমে
আমার নিজস্বতম মেরুদণ্ড নিয়ে চলে গেল।
কী জানি কী ভেবে শেষে শিরদাঁড়া ফিরিয়ে দিয়ে গেছে,
আমি দ্বারপ্রান্তে রাখি উচ্ছিষ্ট অব্যবহার্যখানি,
এখন আমার ব্যাপ্ত মেরুদণ্ড সমস্ত আকাশ।