শফিকুল রাজু
(১)
‘কৃষ্ণচূড়া’
এই শহরের রাজপথগুলো যেন মরুভূমি!
পিতলের থালার উপর দাঁড়িয়ে দেখি চকচকে আলো…
রেসের ঘোড়ার মতো ছুটে চলে কোমল মরীচিকা…
কাজলমাখা চোখগুলো ঘামে জবুথবু ;
একুরিয়ামে পাশে রাখা ফুলদানির নেতিয়ে পড়া গোলাপ,
এই শহরে কৃষ্ণচূড়া মাত্রই প্রেমের অসুখ।
(২)
‘সোনালি বিষণ্ণতার দিকে’
রাতে ঝুম বৃষ্টির পর নৈঃশব্দরা কবিতার রাফখাতায়… আঁকে ডুমুরের মতো লাল ফুল…
আমাদের নিজস্ব জানালায় চাঁদের ডিঙি… ডুবে যাবার পর প্রায় রাতে শুনি আহত পাখির গান…
ডানায় যাদের মুদ্রিত হয় ক্ষরণের সুর;
অতঃপর বিনিদ্রিত চোখে… কিছু রাত অতি সন্তপর্ণে হেঁটে যায় মৃতনদীটির পথে,
আর কিছু কিছু রাত একা হেঁটে যায় সোনালি বিষণ্ণতার দিকে…
(৩)
‘প্রেম এবং আমরা’
তোমার বুকে…
তোমার শঙ্খশুভ্র বুকে পৌষের
ভোরের মতো ঘামের শিশির,
অন্ধকারে আলোর বিন্দুর মতো
দেখেছি আমি… সেদিন,
তুমি ছিলে অন্ধ এবং আমি বধির।
(৪)
‘বালিকা এবং নদী’
ক্যনভাস জুড়ে একটি পোট্রেট…
কেমন বিষণ্ণ!
অথচ একটু কাছে এগুতেই বেরিয়ে পড়লো সাতটি বালিকা…
হেমন্ত বিকেলের টুকরো আলোর মতো ছায়া ফেলে চোখে,
হেঁটে চলে গেল তারা গত শীতে মরে যাওয়া নদীটির দিকে…