হেঁয়ালিসড়ক ১ এখন দৃশ্যের জন্ম হয় না আর শান্ত বাতাসে শুকনো পাতার মতো আমাদের চোখ পড়ে আছে সে চোখে আখ্যান আসে বাজারের নিখুঁত নির্মাণ উদ্দাম রঙের ঘর বানিয়েছে সড়কের কাছে। এখন স্বপ্নের দেহ যন্ত্রের নীচেই চমকিত দালালের মতো তারা নরকের ঋতু বুনে চলে এ পথে অজস্র কথা, তথ্য, ভিড়, নৈশ উত্তেজনা…
অবিন সেন পূর্ব প্রকাশিতের পর পর্ব -- দুই তিন রুবি পালের বাড়িতে তালা ঝোলানো। কিন্তু তার ঘরের ভিতরে আলো জ্বলছে বলে মনে হয়। গলির এ দিকটা একটু অন্ধকার, তবু চারপাশের বাড়ির জানালা থেকে আলো এসে রাস্তার মাঝে মাঝে পড়েছে। সেই আধো অন্ধকার আধো আলোতে তন্ময় সামন্ত একবার চারদিকে চোখ…