সংহিতা বন্দ্যোপাধ্যায়
১
যত তুমি তুলে দিলে নিরেট পাঁচিল
আমি আরো সরে আসি নির্জন নি:শ্বাসে
গাছের শরীর থেকে নেমে আসে অশরীরী ছায়া
আধাঁরের ছলাকলা বুঝে গেলে মুক্তিও সহজ হয়ে আসে
২
ঘুমোবার আয়োজন নেই এইখানে
অর্থহীন উদ্যমের সঙ সেজে আছে উড়ন্ত মাছিরা
তাদের পাখার শব্দে লাস্য, চতুরালী
ঘাড় নীচু করে স্বপ্নের ভিতরে লুকোয় স্বপ্নেরা
৩
নতুন লড়াই আসে অতিদূর হাঁটবার পর
ছায়াগুলি সরে গেছে এবার রোদ্দুর জ্বলে ওঠে
বিষাক্ত প্রবাহে ভেঙে যায় পুরনো বিন্যাস
মনে রাখা ভালো ঠিক এভাবেই অলৌকিক ঘটে
৪
অপরাহ্ন লেগে আছে ত্রস্ত জানলায়
জল ঘোরে তীব্র ঘূর্ণি হয়ে একা
দেখে যাও কীভাবে সে মুখ ঘষে বিপন্ন ছায়ায়
কবে সে শান্ত হবে? হবে কি কখনো? সে তো উন্মাদ ঝরোখা