প্রমিতা ভৌমিক কোনও কোনও বৃষ্টি আসলে নিজের সঙ্গে নিঃশব্দ কথোপকথন। ঘুমের মধ্যে কারও দিকে বাড়িয়ে দেওয়া হাত। কাছে টানতে চাইছি, অথচ মাঝখানে দীর্ঘ অভিমান। অন্ধকার ঘন হয়ে এলে কোনও কোনও বৃষ্টি ক্রমশ একা করে দেয়। মাঝরাতে নাড়া দেয় স্মৃতির আশেপাশে। অথচ একা থাকার ভেতরে যে নিবিড় নির্জনতা ছুঁয়ে যায়,…
দিলীপ বন্দ্যোপাধ্যায় বৃষ্টি নয়, অনাবৃষ্টিই আমাকে ঘিরে থাকে। জীবনে হাতে গোনা কয়েকটি দিন এসেছে এক্সখন বৃষ্টি আমায় তৃপ্ত করতে পেরেছে। গভীর, অনপনেয় এক অতৃপ্তি নিয়ে এক শ্রাবণ থেকে আর এক শ্রাবণের দিকে চলে যাওয়াই আমার নিয়তি। এই নিয়তিকে মেনে নিয়েছি, অথচ প্রতিবার উল্লাসে উপচে উঠি, সুখে ভেসে যাই। আমার…