লাস্ট বেল

সিদ্ধার্থ দত্ত

 

কথায় বিপ্লবী অভ্যাসে ঘোড়ানিম
ব্যালকনির তারে ঝোলে অন্তর্গৃহবাস
সোঁদা গন্ধে এলিয়ে থাকে রোজের সংসার
বিপ্লবে আরাম খুঁজে অন্যের আরামে বিপ্লব
আত্মরতি অথবা আত্মসুখ সবই কেমন নিষ্ফলা

একজিবিশন ফুটে আছে মিথ্যে আলোয়
প্রদর্শশালা জুড়ে তবকে মোড়া মানুষ
বাতাসে ভেসে থাকে ভানের নিঃশ্বাস
রোদজলে পেটানো শরীর নিয়ে একরাশ
দলাপাকানো জীবন খামোখা মরে গেল
আলো না অভিনয় নাকি স্রেফ অজ্ঞতাবশতঃ
শতাব্দী অঙ্ক পরীক্ষার খাতা এখনো
জমা দেয়নি লাস্ট বেল পড়েনি বলে।

৭ই জুন ২০১৭

1 Comment

আপনার মতামত...