দুটি কবিতা
গতজন্ম
অক্টোবরের বিকেল। হলুদ হলুদ মরা আলো। রঙিন কিশোর, হাফ ছুটি হয়ে গেলে তুমি আজ দাঁড়াবে না শিরীষের তলায়? ভাঙা সাইকেল নিয়ে গুটিয়ে গুটিয়ে এগিয়ে যাবে না মেয়েটির কাছে? এ শহর বড় বেশি নির্বান্ধব হয়ে পড়েছে আজকাল, চিঠি কাকে লিখবো বলো। জীবনের কাছে আমি আবারও ব্যর্থ হয়ে যাচ্ছি, হাসছে, লোকের হাসি পায় খুব। আড্ডা ভেঙে ফিরে আসি। হাঁটাপথ ধরে জ্যোৎস্নার রেখা, কাশের দোলায় চমকে ওঠে কিশোরীর মুখ…..
গাছেদের যাবতীয় অসুখ
লোকটা দীর্ঘ সময় ধরে হারিয়ে গেছে বনের ভেতর।
তাকে তুমি খুঁজে বেড়াও, হলুদ পাতার শিরায়
তোমার মুখে রোদের আলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর
দুপাশে ঝোপঝাড়- অল্প ঝুঁকলেই পা কেটে রক্তারক্তি কাণ্ড।
ভাঙা ট্রেনের মত একপাশে পড়ে আছে যে জীবন
তাকে তুমি খুঁজে বেড়াও, ওপাশে জঙ্গল পেরোলেই ভরা যুবতীর মত গোল চাঁদ।
স্পর্শ পেলে গাছেদের যাবতীয় অসুখ গান হয়ে ওঠে।
লেখাটি ভালো লাগলে ছড়িয়ে দিন... Like this: Like Loading...
পড়ে দেখতে পারেন...
সারস্বত এই জলের শব্দের ভিতর কুয়াশা মিশে যাচ্ছে। শুক্লা পঞ্চমীর হলুদ গলে পড়ছে হাওয়ার শব্দে। হাওয়ার ভিতর ঢুকে বসে আছে ক্যালেন্ডার, পুরনো বছর। তার গায়ে মৌরীফুলের গন্ধ। তাকিয়ে আছ, অথচ দেখতে পাচ্ছোনা বলেই অবলীলায় পা মাড়িয়ে ফেলছ। ব্যথাবোধের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসলে প্রমাণ করছ নিজেরি ক্রমাগত ভোঁতা…
March 1, 2019 অর্ণব বসু তখন সদ্য সদ্য ছবি দেখা শুরু করেছি, ছবি নিয়ে আগ্রহ বাড়ছে, এমন সময় একটা বই এল হাতে, নাম ‘ছবির চশমা’। বইটার এই অদ্ভুত নামকরণ আমাকে বেশ ভাবিয়েছিল, বিশেষত এই চশমা শব্দটি দ্ব্যর্থক এবং ব্যঞ্জনাময়। পরবর্তীকালে ছবিকে আরও বেশি করে জানার জন্য এই বইটির ভূমিকা অনস্বীকার্য। তারও বেশ…
September 10, 2021 বুবুন চট্টোপাধ্যায় ডাক্তার এসেছিলেন। ধুম জ্বর। বুকে স্টেথো লাগিয়ে বললেন বুকে মেঘ জমেছে। কোনও অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এক একজনের হয়। সকলের নয়। কোনও কোনও বর্ষায় মেঘ জমে শরীরের আনাচে কানাচে। তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। গাঁটে গাঁটে ব্যথা হয়। অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। অনেকটা ভেলভেট মোড়া স্মৃতির মতো। তখন…
July 21, 2018