দুটি কবিতা প্রথম সাক্ষাৎ তুমি বলেছ, 'ভুলিনি'। ভুলবে না জেনেও মনে করিয়ে দিতে চেয়েছিলাম- তা ছিল অপ্রয়োজনীয়। না-ভোলাই স্বাভাবিক, জানি। জানি, এই কথা থেকে বেরিয়ে গেলেই দক্ষিণের হাওয়া এসে গায়ে লাগবে- যেন একটা যুগ পার হওয়ার মুখে এসে পড়েছি! সংসার তোমাকে দুঃখ দিয়েছে- আনন্দ দিয়েছে আরও বেশি। আনন্দের কথাগুলি…
মন্দাক্রান্তা সেন আবার, আবার, আবারও নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ। আমাদের ভারতীয়দের কাছে পরমশ্রদ্ধেয় ও সম্মানিত নোবেলজয়ী অর্থনীতিবিদ শ্রী অমর্ত্য সেনকেও তার থেকে রেহাই দিল না ধর্মান্ধ হিন্দুত্ববাদীরা। চিত্রপরিচালক সুমন ঘোষ তাঁকে নিয়ে যে তথ্যচিত্রটি তৈরী করেছেন, সেটি এখনও আমার দেখার সুযোগ হয়নি। স্বাভাবিক, কেননা ছবিটির মুক্তিই তো…
চার্লস বুকাওস্কি অনুবাদ : শুভঙ্কর দাশ চতুর্দশ পর্বের পর ৮/২৮/৯২ রাত ১২টা ৪০ জীবনে হাজার রকমের ফাঁদ আছে আর আমরা অনেকেই পড়ি অনেকগুলো ফাঁদে। কথা হল এটা চেষ্টা করা যত কম ফাঁদে পড়া যায় তার। এটা করতে পারলে মরা অবধি আপনি গনগনে থাকবেন... চিঠি এসেছে কোনও এক টেলিভশন নেটওয়ার্ক…